নেইমারকে ছাড়া প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করলো ব্রাজিল

|

ছবি: সংগৃহীত

সম্প্রতি লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে চরম বর্ণবাদের শিকার হন ভিনিসিয়াস জুনিয়র। আর তাই ভিনিসিয়াসের সমর্থনে বর্ণবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবে আফ্রিকান দুটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। গিনি ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। অস্ত্রোপচার শেষে পুরোপুরি সুস্থ না হওয়ায় দলে জায়গা হয়নি ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমারের।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আগামী ১৭ জুন স্পেনের বার্সেলোনায় গিনির মুখোমুখি হবে। তিন দিন পর পর্তুগালের রাজধানী লিসবনে সেনেগালের বিপক্ষে নামবে সেলেসাওরা।

নেইমার ছাড়াও এ স্কোয়াডে জায়গা হয়নি বিশ্বকাপে খেলা অ্যান্তোনি, রাফিনিহা, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো তারকাদেরও। তবে অস্থায়ী কোচ র‍্যামন মেনেজেসের দলে সুযোগ মিলেছে নতুন পাঁচ জনের। দলে সুযোগ পেয়েছেন আয়ারটন লুকাস, ম্যালকম, ভ্যান্ডারসন, জোয়েলিন্টন ও নিনো।

বিশ্বকাপের পর তিতে দল ছেড়ে চলে গেলে মেনজেস অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান। ব্রাজিলয়ান ফুটবল কনফেডারেশনের ইচ্ছা ছিল রিয়াল মাদিদের কার্লো আনচেলত্তিকে দলে ভেড়ানোর। কিন্তু এই ইতালিয়ান চুক্তির শেষ বছরটা রিয়ালেই কাটাতে চান।

২৩ সদস্যের ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক : অ্যালিসন, এডারসন, এভারটন।

ডিফেন্ডার : ইবানেজ, মিলিতাও, মার্কিনহোস, নিনো, দানিলো, ভ্যান্ডারসন, অ্যালেক্স টেলেস, আয়ারটন লুকাস।

মিডফিল্ডার : আন্দ্রে, গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন।

আক্রমণভাগ: লুকাস পাকুয়েতা, ম্যালকম, পেদ্রো, রাফায়েল ভেইগা, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়াস জুনিয়র।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply