ভাঙন কবলিত ১৬০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

|

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নদী ভাঙন কবলিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ফোরাম ৯৭ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে ১৬০টি অসহায় পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। সেমাই, দুধ,চিনি, চাল, ডালসহ ১১ ধরনের সামগ্রী নদী ভাঙনের শিকার এসব পরিবারকে সংগঠনের পক্ষ থেকে তুলে দেয়া হয়।

বেলা ১২টায় পোড়াখাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুপুর ২টায় নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বিবরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গত দুই মাস ধরে শরীয়তপুরে চলছে সর্বগ্রাসী পদ্মার ভাঙন। এতে অন্তত ৩ হাজার পরিবার ভাঙনের শিকার হয়েছে। এভাবে প্রতিদিন সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে পদ্মা পাড়ের মানুষ।

ঈদ উপলক্ষে দুর্গত এলাকার এসব মানুষের জন্য জেলা প্রশাসন থেকে নেই বিশেষ কোন বরাদ্দ।

ফোরাম ৯৭ এর পক্ষ থেকে দেয়া ঈদ সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেছেন ভাঙনে সর্বশান্ত এই পরিবারগুলো। তারা বলছেন এর ফলে ঈদের দিন পরিবারের সদস্যদের মুখে কিছু তুলে দেয়া যাবে। তাদের দাবি, ভাঙনরোধে সরকার যেন দ্রুত পদক্ষেপ নেয়।

আয়োজকরা জনান, তারা নিজের বেতনের একটা অংশ দিয়ে এসব মানুষের পাশে দাড়িয়েছেন। ভবিষ্যতে আরও বেশি সংখ্য অসহায় পরিবারকে সহায় করার প্রত্যয় ব্যক্ত করেছেন ফোরাম ৯৭ এর সদস্যরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply