ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় কুকুরের কামড়ে কমপক্ষে ১৪ জন আহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ মে) সকাল থেকে দুপুর ১টার মধ্যে উপজেলার হাবিবপুর ও কবিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার বেশ কয়েকটি কুকুরের আক্রমণে এ ঘটনা ঘটে। এতে শিশুসহ ১৪ জন আহত হয়। সকালের দিকে হাবিবপুর গ্রামের কিছু ছেলে একটি কুকুরকে তাড়া করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে আল্পনা নামের এক শিশুর ওপর আক্রমণ করে কুকুরটি। এরপর কয়েকটি কুকুর জড়ো হয়ে হাবিবপুর ও কবিরপুর গ্রামের বিভিন্ন বয়সী আরও ১৩ জনের ওপর আক্রমণ করে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. এ কে এম সুজায়েত হোসেন জানান, কুকুরের আক্রমণের শিকার হয়ে হাবিবপুর গ্রামের ১৩ জন এবং কবিরপুর গ্রামের একজন হাসপাতালে এসেছিল। তাদের শরীরের বিভিন্নস্থানে কামড়ের ক্ষত দেখতে পাওয়া গেছে। কয়েকজনের শরীর থেকে রক্তক্ষরণের ঘটনাও ঘটে। তাদের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ২ শিশুর মধ্যে আল্পনাকে (৫) সদর হাসপাতাল ও ২৬ মাসের সাফওয়ানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সাফওয়ানের বাম চোখের কর্নিয়া মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এএআর/
Leave a reply