অবশেষে ঋণসীমা বাড়ানোর প্রস্তাব পাস হলো যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষে। বুধবার (৩১ মে) ৩১৪-১১৭ ভোটে পাস হয়েছে বিলটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ঋণ খেলাপি হওয়ার আগ মুহূর্তে একমত হলেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতারা। এর ফলে বর্তমান জাতীয় ঋণ সীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের তুলনায় বেশি অর্থ ঋণ নিতে পারবে দেশটির সরকার।
বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে বিলটির ওপর বিতর্ক শুরু হয় হাউসে। বক্তব্য দেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলীয় নেতারা। প্রায় এক ঘণ্টা বিতর্কের পর হয় ভোটাভুটি। আগামী সপ্তাহে সিনেটে উত্থাপন হবে বিলটি। সেখানে পাস হলে চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে।
এদিকে, আগামী ৫ জুনের মধ্যে ঋণসীমা বাড়াতে না পারলে কোষাগার শূন্য হয়ে যাবে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটির। এর ফলে রয়েছে খেলাপি হওয়ার আশঙ্কা।
ইউএইচ/

