শেখ হাসিনাকে এরদোগানের ফোন

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার (৩১ মে) রাতে দুই দেশের সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানের মধ্যে এ ফোনালাপ হয়। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার রাত সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন রিসেপ তাইয়েপ এরদোগান। দুই নেতা কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে ১০ মিনিট কথা বলেছেন।

তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ফোনালাপে এরদোগানকে অভিনন্দন জানান শেখ হাসিনা। তুরস্কের জনগণ যোগ্য নেতা নির্বাচন করায় তার সন্তোষের কথা জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সাম্প্রতিক ভূমিকম্পের সময়ের মতো ভবিষ্যতেও দৃঢ়ভাবে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াবে বাংলাদেশের মানুষ।

অন্যদিকে, দ্বিতীয় দফায় গড়ানো ভোটে জয়ের পর তুরস্কের উচ্ছ্বসিত জনগণের সঙ্গে একাত্মতা পোষণ করায় বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এরদোগান। বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তুরস্কের রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের সঙ্গে তুরস্কের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে অন্য মাত্রায় নিতে শেখ হাসিনার সঙ্গে কাজ অব্যাহত রাখার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply