২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়া হয়। এবারের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন তিনি।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে টানা পঞ্চমবারের মতো বাজেট পেশ করবেন। এটি হবে দেশের ইতিহাসে ৫২তম এবং আওয়ামী লীগ সরকারের পাঁচ মেয়াদের ২৪তম বাজেট। আর আকারের দিক থেকে এটিই দেশের বৃহত্তম বাজেট। চলতি অর্থবছরের বাজেটের তুলনায় এটি ১২ দশমিক ৩৫ শতাংশ বেশি। ২০২২-২৩ অর্থবছরে বাজেটে বরাদ্দ ছিল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
/এমএন
Leave a reply