ঈদুল আজহা উপলক্ষে দেশের অন্যান্য স্থানের মতো ঝিনাইদহে শুরু হয়েছে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচি। ৬ টি উপজেলার ৬৭ ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে চলছে এই কার্যক্রম।
সম্প্রতি সদরের দোগাছি ইউনিয়নে চাল বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। খবর পেয়ে অভিযান চালায় প্রশাসন। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়ি এবং তার তিনটি প্রতিষ্ঠান ও গোডাইন থেকে জব্দ করা হয় ১৬২ বস্তা চাল। সিলগালা করে দেয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।
ঘটনা জানাজানির পর ক্ষোভে ফুসে ওঠেন কার্ডধারী হতদরিদ্ররা। রাস্তায় নেমে তারা বিক্ষোভ করেন। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মিঠু জোয়াদ্দার ও চেয়ারম্যান ইসাহাক জোয়াদ্দার। দুর্নীতির অভিযোগে শোকজও করা হয়েছে চেয়ারম্যানকে। ঈদ উপলক্ষে জেলার ৬ উপজেলায় এক হাজার ৫ শো ৪৬ টন চাল বিতরণের কথা।
যমুনা অনলাইন:এফএম
Leave a reply