পাকিস্তানকে ছাড়াই হবে এশিয়া কাপ!

|

ছবি: সংগৃহীত

আয়োজক দেশ পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ঘটনার জেরে এশিয়া কাপসহ বিশ্বকাপকে বয়কটের ডাক দিতে পারে পাকিস্তান। এমনটাই দাবি ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের। তাদের মতে, শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর; যেখানে খেলতে প্রস্তুত পাকিস্তান ছাড়া এশিয়ার প্রতিটি দল।

পিসিবির হাইব্রিড মডেলে সম্মত নয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। শুধু শ্রীলঙ্কায় আসর আয়োজনের পক্ষে এসিসি চেয়ারম্যান জয় শাহ। এদিকে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পাকিস্তান-ভারতের চলমান দ্বন্দ্বে মধ্যস্ততাকারী হিসেবে কাজ করবে আইসিসি।

ছয় দলের এশিয়া কাপে পিসিবির হাইব্রিড মডেল নিয়ে আপত্তি ছিল শুধু ভারতের। সে মডেল অনুযায়ী ভারতের সবগুলোসহ অধিকাংশ ম্যাচ হবে পাকিস্তানের বাইরে আরব আমিরাতে। ৪-৫টি ম্যাচ নিজেদের মাটিতে খেলবে পাকিস্তান। কিন্তু বিসিসিআইয়ের আগ্রাসনে বেঁকে বসেছে এসিসি।

বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ফর ইন্ডিয়ার (বিসিসিআই) সাধারণ সম্পাদক যিনি সেই জয় শাহই এসিসির চেয়ারম্যান। তাই নাকচ হয়ে গেছে পিসিবির হাইব্রিড মডেল। এখন শুধু শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনের পক্ষে এসিসি। এতে করে আয়োজক পাকিস্তানের আসরে অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ বলছে, এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এসিসি। পাকিস্তান থেকে এশিয়া কাপ সরে যাচ্ছে বলেই তাদের দাবি। টেলিগ্রাফ জানিয়েছে, শ্রীলঙ্কায় গিয়ে খেলতে রাজি হয়েছে পাকিস্তান ব্যতীত এশিয়ার প্রতিটি দলই। পাকিস্তান চাইলে শ্রীলঙ্কায় গিয়ে টুর্নামেন্ট খেলতে পারে। তবে পাক বোর্ড সাফ জানিয়েছিল এশিয়া কাপ আয়োজন করতে না পারলে তারা টুর্নামেন্টে খেলবে না। সেক্ষেত্রে পাকিস্তান ছাড়া বাকি দল নিয়ে হতে পারে এবারের এশিয়া কাপ।

এমন পরিস্থিতিতে বিশ্বকাপকেও বয়কট করতে পারে পাকিস্তান। যদিও সম্প্রতি ‘ক্রিকেট পাকিস্তান’ জানিয়েছে, আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করতে চায় তারা। তবে সেক্ষেত্রে ভারতকে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে আসতে হবে পাকিস্তানে। কারণ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তান।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply