নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাতে গিয়ে ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ মিলেছে মেক্সিকোতে। চাঞ্চল্যকর এ ঘটনায় হৈচৈ পড়ে গেছে বিভিন্ন মহলে। খবর বিবিসির।
সম্প্রতি দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাজারার একটি দুর্গম খাদে দেহাবশেষগুলো খুঁজে পায় পুলিশ। তবে সেখানে ঠিক কতজনের মৃতদেহ আছে তা এখনও নিশ্চিত নয় প্রশাসন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এগুলো গত সপ্তাহে নিখোঁজ হওয়া কল সেন্টার কর্মীদের মৃতদেহ। কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের বিষয়ে কিছু তথ্য পাওয়ার পর পুলিশের একটি দল সেখানে যায়। এলাকাটি দুর্গম হওয়ায় সময় লাগে উদ্ধার কাজে। ফায়ার সার্ভিস, পুলিশ ও হেলিকপ্টার ক্রুদের দল আরও কিছুদিন উদ্ধার তৎপরতা চালাবেন। তবে কারা এর সাথে জড়িত তা এখনও জানা যায়নি।
এসজেড/
Leave a reply