যুক্তরাষ্ট্রে ‘স্পেলিং-বি’ প্রতিযোগিতার ৯৫তম আসরে বাজিমাত করলেন ভারতীয় বংশোদ্ভুত দেব শাহ। খবর সি এন এনের।
চূড়ান্ত পর্বে ‘স্যামাফাইল’ শব্দটির সঠিক বানান করে জিতে নেন ৫০ হাজার মার্কিন ডলার। গ্রীক এই শব্দটি মূলত: নামবাচক। বালুকাময় জায়গায় বাড়তে থাকা অনুজীবকে এরমাধ্যমে আখ্যায়িত করা হয়। ফাইনালের মঞ্চে তার আগে থাকা দুই কিশোর-কিশোরীকে দেয়া বানান পরীক্ষায় উৎরে যেতে পারেনি। তাই দেবের ওপর ছিলো বাড়তি চাপ।
এর আগেও ২০১৯ এবং ২০২১ সালের স্পেলিং বি প্রতিযোগিতায় সে অংশ নিয়েছিলো। এ বছর রানার-আপ হয়েছে ভার্জিনিয়ার কিশোরী শালর্ট ওয়ালশ। চূড়ান্ত পর্বে স্কটিশ শব্দ ‘ডেভিলি’র বানান, উৎপত্তি এবং ধারণা দিতে সে ব্যর্থ হয়। চলতি বছর এক কোটি ১০ লাখ শিক্ষার্থী নিবন্ধন করে প্রতিযোগিতায়। কিন্তু মাত্র ১১ জন উঠতে পেরেছে ফাইনালে।
এটিএম/
Leave a reply