চবি’র দুই হলে পুলিশের অভিযান, দেশি অস্ত্রসহ কয়েক বস্তা পাথর উদ্ধার

|

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই হলে রাতভর অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ কয়েক বস্তা পাথর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুন) দফায় দফায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের পর পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ যৌথ অভিযান চালায়।

বিশ্ববিদ্যালয়ে প্রক্টর জানান, দু’দিনের সংঘর্ষে শিক্ষার্থীদের অনেকের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে। এসব অস্ত্র উদ্ধার ও অবৈধভাবে কেউ হলে আছে কি না তা খতিয়ে দেখতে শাহ জালাল ও শাহ আমানত হলে অভিযান চালানো হয়। কয়েকটি কক্ষ থেকে উদ্ধার করা হয় রামদা, রড, লাঠিসহ বিপুল পরিমাণ পাথর। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

উদ্ধারকৃত অস্ত্র।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইন সংঘর্ষে জড়ায়। এ সময় আহত হন অন্তত ৩০ জন। বুধবার (৩১ মে) রাতে খাবারের হোটেলে বসাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে সূত্রপাত হয় সংঘর্ষের।

উল্লেখ্য, সংঘর্ষে জড়ানো দুই পক্ষের মধ্যে সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আর সিক্সটি নাইন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনেন অনুসারী হিসেবে পরিচিত।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply