ভেনেজুয়েলার উত্তর উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এই কম্পন অনুভূত হয়।
এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস বলছে, ভূমিকম্পের উৎপত্তি ছিল ভেনেজুয়েলা উপকূল থেকে ১২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১২৩ কিলোমিটার গভীরে।
স্থানীয় গণমাধ্যম বলছে, প্রথম কম্পনের পর পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে। আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে হাজারো মানুষ। সতর্কতা হিসেবে বহুতল ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন।
চলতি মাসেই ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ইন্দোনেশিয়ার লম্বকে প্রাণ যায় সাড়ে ৪শ’ মানুষের। ১৩ হাজারের বেশি স্থাপনা ভেঙে পড়ে। আশ্রয়হীন হন হাজারো মানুষ।
Leave a reply