একদিকে তীব্র গরম, আরেকদিকে অসহনীয় লোডশেডিং। চট্টগ্রাম, রংপুর, চুয়াডাঙ্গা, শরীয়তপুর, সাতক্ষীরা, মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গরমের কারণে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। বেশি ঝুঁকিতে আছে শিশু ও বয়স্করা।
দেশের বিভিন্ন প্রান্তে এখন দিনে গড়ে ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। জেলা শহরের চেয়ে গ্রামাঞ্চলের অবস্থা বেশি খারাপ। কোথাও কোথাও ৬-৭ বার লোডশেডিং হচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এর ফলে ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদনও।
এদিকে, বিদ্যুতের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে জমিতে সেচ দেয়ার কাজও। সংশ্লিষ্ট জেলাগুলোর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন তারা। শুক্রবারও দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
এসজেড/
Leave a reply