তারাকান্দায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

|

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন।

তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নিজাবে রহমত জানান, বৃহস্পতিবার (১ জুন) রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা পরিষদের নির্বাচনী পরিবেশ শান্ত রাখার জন্য শুক্রবার (২ জুন) ভোর থেকে সোমবার (৫ জুন) ভোর ৬টা পর্যন্ত তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়কালে কোনো পক্ষ সভা, সমাবেশ, জনসংযোগ ও মিছিল করতে পারবে না।

এদিকে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, গতরাতে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী ১২ জুন তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন পরিস্থিতিতে জনসাধারণের জানমাল রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply