পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলতে রাতে মাঠে নামবেন মেসি

|

ছবি: সংগৃহীত

লিগ ওয়ানে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছে পিএসজি। তাই রাতে ক্লেঁমো ফুতের বিপক্ষে পিএসজির ম্যাচটি নিয়মরক্ষার। তবে এই নিয়মরক্ষার ম্যাচটিই ফুটবলপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ পিএসজির জার্সিতে এটিই হতে যাচ্ছে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির শেষ ম্যাচ।

বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজির কোচ ক্রিস্টোফ গালতিয়ের। নিজেদের ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে ক্লেঁমো ফুতকে আতিথ্য জানাবে প্যারিস সেন্ট জার্মেই। ম্যাচটি শুরু হবে শনিবার (৩ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায়।

বৃহস্পতিবার (১ জুন) সাংবাদিকদের পিএসজি কোচ গালতিয়ের জানান, ফুটবল ইতিহাসের সেরা খেলায়াড়টিকে কোচিং করার সৌভাগ্য হয়েছে আমার। ক্লেরমন্ট ফুটের বিপক্ষে ম্যাচটি পিএসজিতে ও পার্ক দ্য প্রিন্সেসে মেসির শেষ ম্যাচ। আমি আশাবাদী, সে উষ্ণ অভ্যর্থনাই পাবে।

প্যারিসে দুই মৌসুম খেলে দুবারই লিগ শিরোপা জিতেছেন মেসি। তবে পিএসজিকে তিনি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাতে পারেননি, এটি মেসির ক্যারিয়ারে একটি আক্ষেপ হিসেবেই হয়তো থাকবে। চলতি মৌসুমেও দুর্দান্ত খেলেছেন মেসি। ২১ গোলের পাশাপাশি করেছেন ২০টি অ্যাসিস্ট। শেষ ম্যাচের পর হয়তো সংখ্যাটা আরও বাড়বে।

মেসি পিএসজির ছাড়লেও তার পরবর্তী গন্তব্য এখনও অজানা। সৌদি আরবের ক্লাব আল-হিলাল মেসিকে পেতে মরিয়া, দিয়ে রেখেছে লোভনীয় অফারও। এদিকে আর্জেন্টাইন অধিনায়ককে পেতে চায় বার্সেলোনা ও ইন্টার মিয়ামিও। মেসির পরবর্তী গন্তব্য জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply