ঋণসীমা বৃদ্ধি সংক্রান্ত বিলে আজ স্বাক্ষর করবেন বাইডেন

|

যুক্তরাষ্ট্রের ঋণসীমা বাড়াতে কংগ্রেসে পাস হয়েছে বিল। ফলে বড় এক ফাঁড়ার হাত থেকে রক্ষা পেয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির এই দেশ। শনিবার (৩ মে) বিলটিতে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর ব্লুমবার্গের।

হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নানা বিতর্কের পর সিনেট ও প্রতিনিধি পরিষদের সম্মতিতে গত বুধবার ৩১৪টি ভোটে কংগ্রেসে পাস হয় বিলটি। এর পরদিনই বৃহস্পতিবার পার্লামেন্টের উচ্চকক্ষে হয় ভোটাভুটি। সিনেটে ঋণ সংক্রান্ত এ বিলের পক্ষে পড়ে ৬৩ ভোট। আর বিপক্ষে ভোট দেন ৩৬ সিনেটর।

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, ঋণের সর্বোচ্চ সীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। আগামী ৫ জুনের মধ্যে ঋণসীমা বাড়াতে না পারলে কোষাগার শূন্য হয়ে যাবে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটির।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply