পেরুতে ষাঁড়ের লড়াই উৎসবে গুরুতর আহত অন্তত ১১

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

পেরুর ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াইয়ের উৎসবে দুই দিনেই গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। খবর সিএনএনের।

প্রতি বছরের মতোই দেশটির হুয়ানকাভেলিকা অঞ্চলে আয়োজন করা হয় এ বুল রেস বা ষাঁড়ের সাথে লড়াই উৎসবের।

নিয়ম অনুযায়ী, খোলা রাস্তায় উন্মত্ত ষাঁড়কে ছেড়ে দেয়া হয়, আর তার সাথে দৌঁড়াতে থাকে অংশগ্রহণকারী। প্রতি বছর আয়োজিত এ আসরে হাজার হাজার মানুষ বিশালাকৃতির ষাঁড়দের সাথে দৌড়ে অংশ নেয়। ষাঁড়ের তাড়া খেয়ে ছুটতে থাকে প্রাণপণে। এটাই প্রতিযোগিতার মূল আকর্ষণ। এ দৌড়ে দ্রতগামী প্রাণীগুলোর পায়ের নিচে পড়ে আহত হন অনেকে। ঘটে, প্রাণহানীর ঘটনাও।

ঐতিহ্যের অংশ হলেও বিপদজনক এ খেলা নিষিদ্ধের দাবি করে আসছে অনেক প্রাণীসংরক্ষণ সংস্থা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply