রাজপরিবারের শত বছরের ঐতিহ্য ভেঙে আদালতে যাচ্ছেন প্রিন্স হ্যারি

|

১৩০ বছরের মধ্যে ব্রিটিশ রাজপরিবারের সদস্য হিসেবে আদালতে সাক্ষ্য দিয়ে বিরল ইতিহাস গড়তে যাচ্ছেন প্রিন্স হ্যারি। আগামী সপ্তাহে লন্ডনের হাইকোর্টে সাক্ষী দেবেন তিনি। মূলত মিরর গ্রুপ নিউজপেপার্সের বিরুদ্ধে হওয়া মামলায় সাক্ষী হয়েছেন হ্যারি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শতাধিক তারকা ও বিখ্যাত ব্যক্তি এ মামলা করেছেন। খবর বিবিসির।

সম্প্রতি রাজপরিবার সম্পর্কে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন হ্যারি। এবার আদালতে সাক্ষ্য দেয়া ইস্যুকে কেন্দ্র করেও বিশ্ব মিডিয়ায় চলছে নানা গুঞ্জন।

এর আগে ১৮৭০ সালে রাজপরিবারের জ্যেষ্ঠ কোনো সদস্য হিসেবে আদালতে সাক্ষ্য দেন সপ্তম এডওয়ার্ড। সে দফা বিবাহ বিচ্ছেদের মামলায় সাক্ষী দিয়েছিলেন তিনি। এর ২০ বছর পর তাস খেলার অপবাদে আরেক দফা সাক্ষ্য দেন এডওয়ার্ড। তবে তারপর থেকে এতদিন ব্রিটিশ রাজপরিবারের কাওকেই আদালতের চৌকাঠ পেরোতে হয়নি। তবে সেই রেকর্ড এবার ভাঙছে প্রিন্স হ্যারির হাত ধরে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply