মার্কিন কংগ্রেসে বক্তব্য দেয়ার আমন্ত্রণ পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২ জুন) যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন শীর্ষ আইনপ্রণেতার স্বাক্ষরিত আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে তাকে। এতে চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরকালে আগামী ২২ জুন কংগ্রেস অধিবেশনে বক্তব্য দেয়ার আহ্বান জানানো হয়েছে। খবর আল জাজিরার।
ভারতের ভবিষ্যৎ নিয়ে মোদির দৃষ্টিভঙ্গি এবং বর্তমানে দুই দেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা নিয়ে বক্তব্যে কথা বলার সুযোগ পাবেন ভারতের প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
এর আগে ২০১৬ সালেও মার্কিন কংগ্রেসে বক্তব্য দিয়েছেন মোদি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে চীনের উত্তেজনা ফের তুঙ্গে উঠেছে। এরমাঝেই ভারতের প্রধানমন্ত্রীর এ সফর দিল্লি-ওয়াশিংটন আরও জোরালো সম্পর্কের ইঙ্গিত বলে বিবেচনা করা হচ্ছে।
এসজেড/
Leave a reply