ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর তাতে এই মৌসুমে ট্রেবল জয়ের পথে এগিয়ে গেলো ম্যান সিটি। এফএ কাপের আগে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে গার্দিওলার শিষ্যরা।
অন্যদিকে, এফএ কাপের ফাইনালে হেরে রেকর্ড গড়েছে ম্যানইউ। এই শিরোপার লড়াইয়ে ম্যানসিটির বিপক্ষে হারসহ নয়বার শিরোপা বঞ্চিত হয়েছে ম্যানইউ। এফএ কাপের ইতিহাসে এতো বেশি ফাইনাল হারের রেকর্ড নেই কোনো দলের। এর মধ্যে শেষ পাঁচবার এফএ কাপের ফাইনালে উঠে ম্যানইউ হেরেছে চতুর্থবারের মতো।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
অন্যদিকে, এই ম্যাচে ম্যানসিটি রেকর্ড গড়েছে। ফাইনালে ম্যাচে শুরুর ১২ সেকেন্ডে গোল করেন ম্যানসিটির ইলকে গুন্ডোগান। এফএ কাপ ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোল এটি। সবচেয়ে (৩২ বছর ২২২ দিন) বেশি বয়সে এফএ কাপ ফাইনালে গোলও করেছেন তিনি। আর্সেন ওয়েঙ্গার ও অ্যালেক্স ফার্গুসনের পর গার্দিওলা অন্তত দুইবার ডাবল জয়ের কীর্তি গড়েছেন।
এছাড়া, চতুর্থবারের মতো এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫০ বা তার বেশি গোল করার কীর্তি অর্জন করেছে ম্যানসিটি।
/এমএন
Leave a reply