নারীরা দেশের ব্যবসায় স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

|

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফাইল ছবি।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের তথ্য মতে, দেশের নারী উদ্যোক্তারা দক্ষিণ এশিয়ায় প্রথম ও বিশ্বে দশম স্থানে আছেন। নারীদের জন্য ব্যবসাবান্ধব নীতির কারণে এমন অর্জন এসেছে, এ কথা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার (৪ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে নারী উদ্যোক্তাদের জন্য পেটেন্ট সংক্রান্ত এক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আরও বলেন, নারীরা দেশের ব্যবসায় স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের অগ্রগতিতে নারীর ভূমিকা প্রশংসার সাথে দেশে ও বিদেশে আলোচিত হচ্ছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশনসহ বিনিয়োগ খাতের কর্তাব্যক্তিদের আরও ইতিবাচক ভূমিকা নিয়ে নারী উদ্যোক্তাদের পাশে এগিয়ে আসতে হবে। নারী উদ্যোক্তাদের যে স্বতন্ত্র পণ্য বা সেবা আছে, সেগুলো কিছু অর্থ খরচ করে পেটেন্ট করার জন্য উদ্যোগ নিতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply