মরহুম রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। এর আগে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মারাত্মক আহত হয়েছিলেন আইভি রহমান।
আহত অবস্থায় চারদিন চিকিৎসা শেষে ২৪ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরবের সম্ভ্রান্ত পরিবারে আইভি রহমানের জন্ম। সকাল থেকেই বনানী কবরাস্থানে তার কবরে শ্রদ্ধা জানান পরিবারের সদস্যসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় আইভি রহমানের কন্যা তনিমা রহমান এই হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
যমুনা অনলাইন:এফএম
Leave a reply