Site icon Jamuna Television

রাজ আমার কেমন বন্ধু তা সবাই জানে: সুনেরাহ

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ এবং সুনেরাহর ভিডিও ফাঁসের ঘটনা মুহূর্তেই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এই ঘটনায় সুনেরাহ ও পরীমণি একে অপরকে দোষারোপ করছেন। একজন দোষ দিচ্ছেন তো আরকেজন সেটার পাল্টা জবাব দিচ্ছেন।

এবার রোববার (৪ জুন) অভিনেত্রী সুনেরাহ হয়েছিলেন যমুনা নিউজের মুখোমুখি। বললেন, রাজ ও তার সম্পর্ক কেমন, সে সম্পর্কে।

সুনেরাহ বলেন, যেদিনের ভিডিও ফাঁস হওয়ার কথা বলা হচ্ছে, সেদিন আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম। অফিস শেষ করে বাসায় গিয়ে ঘুমিয়েছি এবং সিনেমা দেখেছি। বাসা থেকে আর বেরই হইনি। লোকেশন চেক করলেই এগুলো ক্লিয়ার হয়ে যাবে।

রাজ ও তার সম্পর্ক অনেক ফানি উল্লেখ করে সুনেরাহ বলেন, আমি রাজকে মেয়েদের মতো ট্রিট করতাম রাজ আমাকে ছেলেদের মতো ট্রিট করতো। আমরা কেমন বন্ধু তা এক্সট্রা বলার কিছু নেই।

তিনি বলেন, এক সময় আমার আব্বুর সাথে আমার সম্পর্ক ভালো ছিল না। তখন আমি আমার বেশিরভাগ সময় বন্ধুদের সাথে কাটাতাম। বন্ধুরা আমার জন্য অনেক করেছে। আমার জীবনে বন্ধুদের জায়গা অন্য জায়গায়। যখন কেউ সেটাকে নিয়ে অসম্মান করে কথা বলে, তখন গায়ে লাগে।

এটিএম/

Exit mobile version