শরীয়তপুর প্রতিনিধি:
বাবার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় ছেলে নিহত। মাত্র একঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর এ মর্মান্তিক ঘটনা ঘটেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা চান্দনি এলাকায়।
সোমবার (৫ জুন) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলা চান্দনি এলাকার শরীয়তপুর-নড়িয়া সড়কে ঘটা দুর্ঘটনায় প্রাণ গেছে সোলাইমান সরদার নামে ওই যুবক। এ সময় ঘাতক মোটরসাইকেল চালককে আটক করে পালং মডেল থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।
জানা গেছে, সোলাইমান সরদারের বাবা সোহরাব আলী সরদার দীর্ঘদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। বার্ধক্যজনিত কারণে সোমবার দুপুর ১টা ১০ মিনিটে সোহরাব আলী সরদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তখন মোবাইল ফোনে সোলাইমানের স্ত্রী তাকে খবর দেন। এ সময় বাবাকে দেখার জন্য নিজ বাড়ি চান্দনী থেকে দুপুর পৌনে ২টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে রওনা দেন সোলাইমান। অটোরিকশাযোগে হাসপাতালে আসার জন্য রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় হঠাৎ দ্রুত গতির একটি মোটরসাইকেল এসে সজোরে তাকে ধাক্কা দিলে গুরুতর জখম হন সোলাইমান। পরে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বজনরা।
এদিকে, ১ ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। চিকিৎসকরা জানান, মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল সোলাইমানকে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠোনো হয়েছে।
এসজেড/
Leave a reply