হাথুরু-হেরাথের পূর্ণ সমর্থনে বোলিংয়ে মনযোগী শান্ত

|

ব্যাটার নাজমুল হোসেন শান্ত এখন যথেষ্ট পরিণত হলেও বোলার শান্ত এখনও অনেকটাই অপরিপক্ক। তবে, ব্যাটিংয়ের পাশাপাশি দলকে বাড়তি কিছু দিতে বোলিং নিয়েও এখন বেশ মনযোগী শান্ত। তাই তো, আফগানিস্তান সিরিজকে সামনে রেখে অনুশীলনে বল হাতে নিজেকে ঝাঁলিয়ে নিচ্ছেন এ ক্রিকেটার। পূর্ণ সমর্থন পাচ্ছেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ ও হেড কোচ চান্দিকা হাথুরুসিংহের।

হাত ঘড়ি দেখিয়ে নাজমুল হোসেন শান্ত ও রঙ্গনা হেরাথকে হাথুরুসিংহে কি বোঝাতে চাইলেন? আজকের মতো স্পিন অনুশীলনটা এ পর্যন্তই! যদিও আকার ইঙ্গিতে মনেই হচ্ছে আরও কিছু সময় বল করতে চাচ্ছিলেন শান্ত। তবে, শেষ পর্যন্য হেডকোচ আর বোলিং কোচের নির্দেশ মেনে নিয়ে বল ফেলে গ্লাভস হাতে নিয়ে মাঠ ছাড়েন শান্ত।

আফগানিস্তান সিরিজ সামনে রেখে পূর্বনির্ধারিত অনুশীলনে বাংলাদেশ দল। সেখানেই গ্রীষ্মের তপ্ত গরমে বল হাতে নিজেকে ঝাঁলিয়ে নিলেন শান্ত। বল টার্ন করাতে শিষ্যকে প্রয়োজনীয় সব কিছু হাতে কলমেই শেখাচ্ছেন লঙ্কান কোচ রঙ্গনা হেরাথ। শান্ত তালিম নিয়েছেন আরেক লঙ্কান চাম্পাকা রামানায়েকের কাছ থেকেও। দূর থেকে শান্তকে নজরে রাখেন হাথুরুও। বার্তাটা স্পষ্ট, আফগানদের বিপক্ষে ৬ষ্ঠ বোলার হিসেবে হয়তো দেখা যেতে পারে শান্তকেই।

বছরখানেক আগে এক সাক্ষাৎকারে শান্ত জানিয়েছিলেন, টেস্টে ব্যাটসম্যান হয়ে দলের জন্য বাড়তি কিছু করতেই বল হাতে তুলে নিয়েছেন তিনি। ব্যাটিং অলরাউন্ডার হয়ে উঠতে বাইশ গজে ঘাম ঝরাচ্ছেনও বেশ।

বোলার শান্তর আবির্ভাবটা হয় বয়সভিত্তিক ক্রিকেটে। তখন পার্ট টাইমার হিসেবে বেশ কার্যকরীও ছিলেন তিনি। তার প্রমাণও দিয়েছেন সর্বশেষ বিপিএলে। ফরচুন বরিশালের হয়ে একাধিক ম্যাচে জাদুকরী স্পেলে পাল্টে দিয়েছেন ম্যাচের মোড়। এবার ঘরোয়া ক্রিকেটের সে অভিজ্ঞতা শান্ত কাজে লাগাতে চান জাতীয় দলেও। তাই তো, বোলিংয়ে শান দিচ্ছেন আর পরামর্শদাতা হিসেবে ছাত্রকে চোখেচোখেই রাখছেন রঙ্গনা হেরাথ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply