আফগানদের বিরুদ্ধে পাঁচ পেসার নিয়ে দল সাজানোর ব্যাখ্যা দিলেন নান্নু

|

বিসিবি'র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ঘরের মাঠে তীব্র রোদে পাঁচ পেসার নিয়ে দল সাজানোর পেছনে আছে ইনজুরিভীতি আর তাসকিনকে নিয়ে কিছুটা আশঙ্কা। শাহাদাত দিপু ও মুশফিক হাসানকে নিয়ে আত্নবিশ্বাসী নির্বাচকরা। সেরা খেলোয়াড় সাকিব দলে না থাকা অবশ্যই চিন্তার কারণ। তবে নান্নু বলছেন, দলের বাকি সদস্যদের যথেষ্ট সামর্থ্য আছে ভালো ক্রিকেট খেলে দেশকে অনেক কিছু দেয়ার।

গত এক বছর ধরেই বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বের ভার সাকিব আল হাসানের কাঁধে। সাকিবের নেতৃত্বে টেস্টের সহঅধিনায়ক ছিলেন লিটন দাস। আঙুলের চোটের কারণে সাকিব খেলার বাইরে থাকায় লিটন প্রথমবারের মতো টাইগারদের নেতৃত্ব দেবেন টেস্টে। অধিনায়ক লিটনের অভিষেক টেস্টে সাকিবের অভাব কতোটা বোধ করবে বাংলাদেশ?

এর উত্তরে বিসিবি’র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বললেন, দলের সেরা খেলোয়াড় দলের সাথে না থাকাটা অবশ্যই চিন্তার কারণ। তারপরও যারা আছে তাদের পূর্ণ সক্ষমতা আছে ভালো ক্রিকেট খেলার ও দেশের ক্রিকেটকে অনেক কিছু দেয়ার। আশা করছি যে আমরা আফগানদের বিপক্ষে আমাদের সেরা ক্রিকেটটাই খেলবো।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ১২৪ বলে ৭৩ রানের ইনিংস খেলার পরই শাহাদাত হোসেন দিপুকে টেস্ট দলে নেয়ার ইচ্ছা পোষণ করেন জাতীয় দলের নির্বাচকরা। ম্যাচের দুই ইনিংসেই দিপু ভালো ব্যাটিং করেছিলেন মিডলঅর্ডারে। ১৫ সদস্যের দলে দিপু-মুশফিক হাসানের সুযোগ পাওয়াটাও বড় চমক।

নান্নু বলেন, দিপু-মুশফিক দুজনই আমাদের হাইপারফরমেন্স টিমে খেলেছে। আমরা মনে করি দিপু আন্তর্জাতিক অঙ্গনে খুবই ভালো করবে। সে সক্ষমতা ওর আছে। আর, মুশফিক তো নিয়মিতই ভালো বোলিং করে। সুযোগ পেলে ওরা দুজনই ভালো করবে আশা করি।

মুশফিক-দিপু ছাড়াও ঘরের মাঠে টেস্টে বড় চমক মনে করা হচ্ছে পাঁচ পেসারকে দলে রাখা। গ্রীষ্মের তীব্র রোদে পেস বোলিংনির্ভর টেস্ট দল সাজানোর পেছনে আছে ইনজুরিভীতি। সেইসঙ্গে তাসকিনকে নিয়েও আছে কিছুটা আশঙ্কার কথা জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, পুরো ব্যাপারটাই নির্ভর করছে ফিজিও আর ফিটনেস ট্রেনারের ওপরে। এজন্যই আমরা ৫ জন পেস বোলারকে যুক্ত করেছি দলের সাথে।

প্রসঙ্গত, আফগানদের সাথে লাল বলে পুরোনো অভিজ্ঞতা ভালো নয় টাইগারদের। তবে আগামী ১৪ জুন শুরু হতে যাওয়া এবারের একমাত্র টেস্ট নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক নান্নু।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply