ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তে দেরি হওয়ায় ক্ষোভ স্বজনদের

|

ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তে দেরি হওয়ায় ক্ষোভ বাড়ছে স্বজনদের মাঝে। এখনও শনাক্ত করা বাকি ১০১ মরদেহের পরিচয়। খবর ইনডিপেন্ডেন্টের।

ভুবনেশ্বরের ৬টি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এসব মরদেহ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বগির নিচে চাপা পড়ে এবং আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে বেশিরভাগ মরদেহ। ফলে সেগুলোর পরিচয় শনাক্ত করতে সময় লাগছে। ডিএনএ পরীক্ষা ছাড়া এসব মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব নয়।

মঙ্গলবার (৬ জুন) রেল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা ২৭৮। এদিকে ট্রেন দুর্ঘটনার তদন্তের ভার দেয়া হয়েছে সিবিআইকে। এরইমধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন তদন্ত কর্মকর্তারা। তবে সিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়ার ঘটনায় ক্ষোভ জানিয়েছে কংগ্রেসহ বিরোধী দলগুলো।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply