শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচার শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) সকাল ১১টায় ড. ইউনূসের উপস্থিতিতে অভিযোগ গঠন করে এ আদেশ দেন আদালত।
বিচার শুরুর বিষয়ে ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুনের দাবি, হয়রানি ও সামাজিকভাবে হেয় করার জন্য এমন মামলা করা হয়েছে। এর আগে, গত ৮ মে শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলে ড. ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন শ্রম পরিদর্শক আরিফুজ্জামান। মামলার অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও শাহজাহান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের বঞ্চিত করা হয়েছে। এছাড়া শ্রমিকদের কল্যাণ তহবিল গঠন না করা ও কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের না দেয়ার অভিযোগও আছে।
ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, তারা যে অংশগ্রহণ তহবিল পাবে না, এটা কোম্পানি আইনে নিষিদ্ধ। কারণ, ২৮ ধারায় গ্রামীণ ব্যাংককে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে বলা হয়েছে। সমস্ত কাগজ দেয়া হয়েছে। এবং, এই ৩ নাম্বার আদালতেই একই ধারায় ৩১৯ (৫) এ কেন মামলা করা হলো না এবং, ৩১৩ এর ২(খ) ধারায় মামলা বাতিল করেছে।
/এম ই
Leave a reply