বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি প্রকাশ

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। সিরিজের সূচি আর ভেন্যু নির্ধারিত ছিল আগে থেকেই। এবার জানা গেলো টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সময়। আফগানিস্তান সিরিজের ম্যাচের সময় প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৪ জুন একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এ সিরিজ। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে শুরু হবে খেলা। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৫, ৮ ও ১১ জুলাই বেলা ২টা থেকে।

ওয়ানডে সিরিজ শেষে সিলেটে চলে যাবে দুই দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ ও ১৬ জুলাই হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুইটি। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।

আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। তারপর টেস্ট খেলে তাদের যাওয়ার কথা ভারতে। সেখান থেকে ফিরে আবার খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে কোনো প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা থাকছে না।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply