আশিক মাহমুদ:
মানুষ আর আওয়ামী লীগ-বিএনপিকে ক্ষমতায় চায় না। জাতীয় পার্টির ঢাকা জেলা সম্মেলনে হাজার হাজার মানুষের উপস্থিতি সেটাই প্রমাণ করেছে, এমন দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চু্ন্নু। বললেন, জাতীয় পার্টিই পারবে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ করতে, দুঃখ দুর্দশা লাঘব করতে।
গতকাল সোমবার (৫ জুন) নবাবগঞ্জের বর্ধনপাড়ায় অনুষ্ঠিত ঢাকা জেলার সম্মেলন নিয়ে মূল্যায়ন করতে গিয়ে এসব কথা বলেন জাপা মহাসচিব।
এই সম্মেলনে সাবেক প্রতিমন্ত্রী, জাপার কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামকে আবারও সভাপতি নির্বাচিত করা হয়। পাশাপাশি দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের ঘোষণা দেন, ঢাকা-১ আসনে দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সালমা ইসলাম।
সম্মেলনটি দল ও দেশের মানুষকে কী বার্তা দিয়েছে? মুজিবুল হক চুন্নুর মতে, মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় চায়।
তিনি বলেন, নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে দল। তবে, নির্বাচন পদ্ধতির পরিবর্তন চায় জাপা। বর্তমান সরকার বা তত্ত্ববধায়ক সরকার, কারো অধীনেই নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভবনা নেই। তাই নতুন রুপরেখা প্রয়োজন। নির্বাচনকালীন সরকার বিষয়ে কী হবে সেটা প্রধানমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট রুপরেখা চায় জাতীয় পার্টি।
মার্কিন ভিসানীতি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি দুই পক্ষই বিপদে আছে বলে মন্তব্য করেন মুজিবুল হক চুন্নু।
/এমএন
Leave a reply