Site icon Jamuna Television

নতুন গোয়েন্দাপ্রধান নিয়োগ করলেন এরদোগান

ইব্রাহিম কালিন। ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের সহচর ও মুখপাত্র ইব্রাহিম কালিনকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর রয়টার্সের।

সোমবার (৬ জুন) গভীর রাতে প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ ঘোষণা দেয়া হয়।

তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, ইব্রাহিম কালিন সাবেক গোয়েন্দাপ্রধান হাকান ফিদানের স্থলাভিষিক্ত হয়েছেন। হাকান ২০১০ সাল থেকে গোয়েন্দা প্রধান ছিলেন। শনিবার নতুন মন্ত্রিসভায় তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন এরদোগান।

অপরদিকে তুরস্কের প্রেসিডেন্ট সোমবার চিফ অফ জেনারেল স্টাফ এবং প্রধান নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টাসহ বেশ কয়েকটি শীর্ষ পদে নতুন লোক নিয়োগ দিয়েছেন।

এএআর/

Exit mobile version