রাজশাহী ব্যুরো:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে ব্যানার ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। পরে তা অপসারণ করতে গেলে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের সাথে লিটন সমর্থকদের ধস্তাধস্তির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যায় নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নৌকা সমর্থকদের দাবি, ওই ব্যানারে প্রধানমন্ত্রী, মেয়রপ্রার্থী এবং নৌকা প্রতীকের ছবি ছিল; যা পদদলিত করেছে প্রশাসন। ফলে এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগে অসন্তোষ বিরাজ করছে।
তবে প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা জানান, এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। একজন প্রার্থীর নির্বাচনী প্রচারে ব্যবহৃত ব্যানার নির্ধারিত আয়তনের চেয়ে বড় ছিল। তাই আমরা ওই প্রার্থীর লোকদের সাথে নিয়েই নিয়ম মেনে সরিয়ে নিচ্ছি। প্রার্থীর সমর্থকরা না জেনেই এসব বলছেন।
এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, কোনো প্রার্থীর প্রচার সামগ্রী নির্ধারিত আয়তনের চেয়ে বেশি হলে তা ম্যাজিস্ট্রেট স্থানীয় পুলিশকে নিয়ে সরিয়ে ফেলতে পারবেন।
এএআর/
Leave a reply