চলতি বছর ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে ২৭ ফিলিস্তিনি শিশুর। মঙ্গলবার (৬ মে) এই তথ্য প্রকাশ করেছে ফিলিস্তিনের শিশু অধিকার নিয়ে কর্মরত আন্তর্জাতিক সংগঠন ডিসিআইপি। খবর রয়টার্সের্।
বিবৃতিতে জানায়, দখলকৃত পশ্চিম তীরেই ইহুদি সেনাদের গোলাগুলিতে প্রাণ গেছে ২১ শিশুর। পাশাপাশি মে মাসে অবরূদ্ধ গাজা উপত্যকায় চালানো বিমান অভিযানে ৬ ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়।
সোমবার ২ বছরের মোহাম্মদ হাইতাম ইব্রাহিম তামিমি’র মৃত্যুতে বেরিয়ে আসে এ তথ্য। জানানো হয়, ফিলিস্তিনে চালানো ইসরায়েলি আগ্রাসনে চলতি বছর যতো শিশু মারা গেছে, তাদের মধ্যে সর্বকনিষ্ঠ তামিমি। জুনের ১ তারিখ নবী সালেহ এলাকায় অভিযান চলাকালে গুলিবিদ্ধ হয় শিশুটি। পাঁচদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তামিমির।
ডিসিয়াইপির’র অভিযোগ, সবগুলোই বিচার বর্হিভূত হত্যা। স্পষ্টভাবে মানবতা বিরোধী অপরাধ। এরজন্য ইহুদি সেনাদের বিচারের মুখোমুখি করা উচিত।
এটিএম/
Leave a reply