রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালীর মাজবাড়ীতে রাশিদা বেগম (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল মন্ডলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পালাতক রয়েছে গৃহবধূর স্বামী আব্দুল মন্ডল।
বুধবার সকালে মাজবাড়ী কোমড়পুর এলাকা থেকে ওই গৃহবধূর নিজ বাড়ির বসতঘর থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার মাথা, মুখমণ্ডলসহ বিভিন্নস্থানে ইটের আঘাতে চিহ্ন দেখা গেছে।
স্থানীয়রা জানান, রাশিদার স্বামী ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতো। দীর্ঘদিন ধরে তাদের জমি-সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা চলছিল। গতকাল তাদের ছোট ছোট তিনটি সন্তানকে অন্য ঘরে তালাবদ্ধ রেখে রাতের কোনো এক সময়ে ওই গৃহবধূকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায় আব্দুল।
কালুখালী থানার ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের পর মরদেহ উদ্ধার করে রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক ঘাতক স্বামীকে আটকে অভিযান চলছে।
এটিএম/
Leave a reply