দীর্ঘ সাত বছর পর আবারও সৌদি আরবে দূতাবাস খুললো ইরান। মঙ্গলবার (৬ জুন) আনুষ্ঠানিকভাবে রিয়াদে দূতাবাস উদ্বোধন করা হয়। খবর বিবিসির।
এ সময় উপস্থিত ছিলেন ইরানের নবনিযুক্ত বেশকয়েকজন কূটনীতিক। নানা বিরোধের কারণে ৭ বছর ধরে ছিন্ন ছিল দু’দেশের কূটনৈতিক সম্পর্ক।
গেলো মার্চে চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনঃস্থাপনে একমত হয় রিয়াদ ও তেহরান। দেশ দু’টি বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে গোটা মধ্যপ্রাচ্যেই। বরাবরই আঞ্চলিক সংঘাতে পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশ দু’টি।
আশা করা হচ্ছে, তেহরান-রিয়াদ সম্পর্কোন্নয়ন মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে বড় ভূমিকা রাখবে। তবে, সৌদি কবে তেহরানে দূতাবাস খুলবে সে বিষয়ে দেশটির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
এটিএম/
Leave a reply