প্রায় দুই বছরের লড়াইয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ক্রিকেটের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও ভারত। এখনও পর্যন্ত ক্রিকেটের তিন সংস্করণের সবকটিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি কোনো দল। সেই অনন্য কীর্তি গড়ার হাতছানি দিচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার সামনে।
ইংল্যান্ডের দ্য ওভালে মহারণের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩ টায়। টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে টিম ইন্ডিয়া। গতবার ভিরাট কোহলির নেতৃত্বে ফাইনালে কিউইদের বিপক্ষে হেরে ট্রফি অধরা রয়ে গিয়েছিল। তবে এবার সেই আক্ষেপ ঘোচানোর মিশন রোহিত শর্মার সামনে।
হাইভোল্টেজ এই লড়াইয়ের আগে ভারতীয় দলে চিন্তার ভাঁজ তাদের একাদশ সাজানো নিয়ে। এই অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়াও, অজি পেসারদের অন্যতম ভরসা জশ হ্যাজেলউডকে পাচ্ছে না প্যাট কামিন্সের দল।
তবে দুই দলই তাদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে। ইংল্যান্ডের ওভালে কেমন উইকেট হবে তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে পেস সহায়ক উইকেট হবে বলে অনেক বিশ্লেষকদের ধারণা।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, ভিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, কেএস ভারত, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, নাথান লায়ন।
/আরআইএম
Leave a reply