গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তা অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
বিকালে পুরাতন কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শারীরিকভাবে অসুস্থ হলেও চেয়ারপারসন খালেদা জিয়ার মনোবল শক্ত আছে বলে জানান, তিনি।
শনিবার বিকাল ৪টার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যান ফখরুল। প্রায় এক ঘণ্টা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিকাল ৫টার দিকে কারাগার থেকে বেরিয়ে যান মহাসচিব।
বাকি দুই মামলায় জামিন পেয়ে খালেদা জিয়া শিগগিরই কারামুক্ত হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। এরআগে ঈদের দিন খালেদা জিয়ার সাথে সাক্ষাতের অনুমতি না পেয়ে কারাফটক থেকে ফিরে আসেন বিএনপি নেতারা।
Leave a reply