লাঞ্চের আগে ওয়ার্নারকে ফিরিয়ে স্বস্তিতে ভারত

|

ছবি: সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ১ম দিনের প্রথম সেশনে সম্পূর্ণ আধিপত্য দেখাতে পারেনি কেউই। তবে ডেভিড ওয়ার্নারকে সাজঘরে পাঠানোয় কিছুটা স্বস্তিতে লাঞ্চ করতে পেরেছে ভারত। শুরুতে অস্ট্রেলিয়াকে চাপে ফেললেও প্রথম স্পেল শেষে আগ্রাসী হয়ে ওঠেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। লাঞ্চ বিরতির আগে ওয়ার্নারকে ফিরিয়ে ভারতকে ব্রেকথ্রু এনে দেন শার্দুল ঠাকুর।

লন্ডনের দ্য ওভালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারত টস জিতেছে অথচ ব্যাটিং নেয়নি, এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল সাত বছর আগে। তবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘাসের উইকেটে টস জিতে বোলিং নেয়াকেই প্রাধান্য দেন রোহিত।

ছবি: সংগৃহীত

উইকেট দাবি রাখে বাড়তি পেসারের। সে দাবি পূরণ করতে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার রবিচন্দ্রন অশ্বিনকে একাদশের বাইরে রেখে চার পেসার নিয়ে একাদশ সাজায় ভারত। মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ দারুণ সূচনা এনে দিলেও পরিবর্তিত দুই সিমার শার্দুল ও উমেশ যাদব পারেননি ওয়ার্নার-ল্যাবুশেনকে চাপে রাখতে।

ছবি: সংগৃহীত

ফাইনালে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। চতুর্থ ওভারের চার নম্বর বলে মোহাম্মদ সিরাজের শিকারে পরিণত হন অজি ওপেনার উসমান খাজা। সিরাজের বলে উইকেটের পেছনে শ্রীকর ভারতের হাতে ক্যাচ তুলে শূন্য রানে ফেরেন খাজা। অজিদের স্কোরবোর্ডে তখন মাত্র দুই রান।

ছবি: সংগৃহীত

দুই রানেই প্রথম উইকেট হারানোর ধাক্কা প্রাথমিকভাবে সামাল দিয়েছে অস্ট্রেলিয়া।মার্নাস লাবুশেনকে সঙ্গে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। পিচের অসমান বাউন্স ও মুভমেন্ট কাজে লাগিয়ে অজি ব্যাটারদের লাগাতার দুরূহ সব প্রশ্ন করে যান শামি-সিরাজ। কিন্তু প্রথম পরিবর্তিত বোলার হিসেবে আক্রমণে এসে উমেশ যাদব যেন খুলে দেন প্রথম স্পেলে বোলারদের সৃষ্টি করা লাগাম।

২২ তম ওভারে শার্দুল ঠাকুরের শর্ট লেন্থ ডেলিভারিতে লেগে কাট করতে যান ওয়ার্নার। কিন্তু শটটি মিস করেন তিনি। ব্যাটে লেগে বল নিচু হয়ে গেলে দারুণ ডাইভে উইকেটের পেছনে ক্যাচ লুফে নেন ভারত। ওয়ার্নারের ইনিংস থামে ৪৩ রানে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ২৩ ওভার শেষে অসিদের সংগ্রহ ২ উইকেটে ৭৩।

/আরআইএম/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply