ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাশ ৯.৬৯ শতাংশ

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৭ জুন) দুপুরে ‘খ’ ইউনিটের এই ফলাফল ঘোষণা করেন ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান।

পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৯ দশমিক ৬৯ শতাংশ। এই ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসন রয়েছে। ভর্তি পরীক্ষায় মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শাখা থেকে ৪ হাজার ৪৮৭ জন, ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৬৫১ জন। এছাড়া মানবিক শাখা থেকে ৬ হাজার ৩১ জন উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

এছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক নম্বর থেকে DU Unit Roll No টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাচ্ছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply