ফিলিস্তিনের রামাল্লায় ইসরায়েলি বাহিনীর অভিযান ঘিরে ব্যাপক সহিংসতা

|

ফিলিস্তিনের রামাল্লায় ইসরায়েলি বাহিনীর অভিযান ঘিরে ছড়িয়েছে ব্যাপক সহিংসতা। বৃহস্পতিবার (৮ জুন) ভোর রাত থেকে শুরু হয়েছে সংঘাত। খবর রয়টার্সের।

দখলকৃত পশ্চিম তীরের শহরটিতে ইসরায়েলি সেনাদের বড় একটি বহর অভিযানে যায় এদিন। তেল আবিবের দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত একজনের বাড়ি গুড়িয়ে দিতে গেলে বাধা দেয় ফিলিস্তিনিরা। ইহুদি সেনাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে কেউ কেউ। অগ্নিসংযোগ করে আটকে রাখে পথ। তাদের দমনে ধরপাকড়, লাঠিচার্জ করে ইসরায়েলি বাহিনী। চালানো হয় গুলি। আহত হয় ছয় জন।

ইসরায়েল জানায়, বসতি গুড়িয়ে দেয়ার মাধ্যমে সন্ত্রাসীদের জবাব দেয়ার পাশাপাশি পরবর্তী হামলা ঠেকানোও উদ্দেশ্য। দখলকৃত পশ্চিম তীরে গত বছর থেকেই তল্লাশি ধরপাকড় বড়িয়েছে ইসরায়েল। বেড়েছে সংঘাত। জানুয়ারি থেকে এ পর্যন্ত নিহত হয়েছে ১৫৮ ফিলিস্তিনি। মৃত্যু হয়েছে ইসরায়েলিরও।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply