ভারতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার ১১৬ ঘণ্টা পর স্বাভাবিক কার্যক্রম শুরু করলো কলকাতা থেকে চেন্নাইগামী ‘করমণ্ডল এক্সপ্রেস’। খবর রয়টার্সের।
বুধবার (৭ জুন) কলকাতার শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় যাত্রীতে পরিপূর্ণ ট্রেনটি। তবে নির্দিষ্ট সময় ৩টা ২০ মিনিট থেকে কিছুটা দেরিতে শুরু হয় যাত্রা। যাত্রীদের মধ্যে ছিলো চাপা উদ্বেগ-উৎকণ্ঠা। এর মাঝেই সাঁতারগাছি এলাকা পেরুনোর সময় নষ্ট হয়ে যায় ট্রেনের এসি। বেশ কিছুক্ষণ সেখানে থামিয়ে চলে মেরামত। তাপানূকুল কোচের এসি ঠিক হতে লাগে প্রায় আধাঘণ্টা। তাছাড়া সন্ধ্যায় দুর্ঘটনাস্থল বাহানাগা বাজার রেলস্টেশন পার হওয়ার সময়ও ছিলো চাপা উদ্বেগ।
গেলো শুক্রবার ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তিনটি ট্রেন। প্রাণ হারিয়েছেন ২৮৮ জন এবং আহত হয় ৯ শতাধিক মানুষ।
এটিএম/
Leave a reply