বিদ্যুতের জন্য বিলিয়ন-বিলিয়ন ডলার খরচ করা হয়েছে, হাতিরঝিলে উৎসব করা হয়েছে। অথচ আজ ছয় ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় সভায় এ কথা বলেন তিনি। আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশকে অনিশ্চয়তা ও সংঘাতের দিকে ঠেলে দেয়া হয়েছে। এই মুহূর্তে সবাইকে সাহস করে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। সংকট অত্যন্ত গভীর। তত্ত্বাবধায়ক সরকার কিংবা গণতন্ত্রের জন্য ঘুরে দাঁড়াতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র একসাথে যায় না, তাদের রাজনৈতিক চরিত্র ফ্যাসিবাদী।
মানুষ যখন বিদ্যুৎ নিয়ে ভুগছে, তখন সরকার এটা থেকে দৃষ্টি সরাতে চায় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। দাবি করেন, এজন্য আমির হোসেন আমুর সংলাপ বক্তব্য এসেছে।
/এমএন
Leave a reply