চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৭ আগস্ট। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। বৃহস্পতিবার (৮ জুন) নয়টি সাধারণ বোর্ডের এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এই সময়সূচি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, অন্যবারের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে ঢুকতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা নেয়া হবে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
২০১০ সাল থেকে এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল। তবে কোভিড মহামারি এতে বাদ সাধে। এই মহামারির কারণে ২০২০ সালে পরীক্ষা না নিয়েই শিক্ষার্থীদের সনদ দেয়া হয়। এরপর ২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেয়া হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে। ২০২২ সালেও পরীক্ষা পিছিয়েছিল, বন্যার কারণে। গতবছর নভেম্বরে হয়েছিল এই পরীক্ষা। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে জুলাইয়ে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হলেও সিলেবাস শেষ না হওয়ার কারণে তা পিছিয়ে যায়।
নিচে এইচএসসি পরীক্ষার রুটিন সংযুক্ত করা হলো:
/এমএন
Leave a reply