Site icon Jamuna Television

ইরানে বয়লার বিস্ফোরণে নিহত ১০

ইরানের উত্তরপূর্বাঞ্চলীয় শহর মাশহাদের একটি এলাকায় বয়লার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। শনিবারের এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।

স্থানীয় গণমাধ্যম বলছে, এ বিস্ফোরণে ৩টি আবাসিক ভবন পুরোপুরি ভেঙ্গে পড়েছে। এছাড়া ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত ১৫টি ভবন। দুর্ঘটনায় আহততের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। ক্ষতিগ্রস্ত ভবন থেকে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। বয়লার বিস্ফোরণের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version