আফগানিস্তানের বাদাখশানে একটি মসজিদে ঘটা জোরালো বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন। বৃহস্পতিবার (৮ জুন) ঐ হামলায় আরও ৩০ জন আহত হয়েছেন। এই তালিকায় রয়েছেন একজন পুলিশ সদস্য। খবর এএফপির।
তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে এসব তথ্য। জানায়, বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। কারণ, কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। স্থানীয় সময় বিকালে নবাবী মসজিদে চলছিল তালেবানের প্রয়াত প্রাদেশিক ডেপুটি গর্ভনরের জানাজা। মঙ্গলবারই আইএস’র হামলায় নিসার আহমেদ আহমদি প্রাণ হারান। তার গাড়িতে ঘটানো হয় বিস্ফোরণ। ঐ হামলায় চালকেরও মৃত্যু হয়; আহত হন ১০ পথচারী।
অবশ্য মসজিদে ঘটানো বিস্ফোরণের দায় এখনো কেউ স্বীকার করেনি। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বেষ্টনীতে। চলছে তদন্ত ও সাঁড়াশি অভিযান।
এটিএম/
Leave a reply