Site icon Jamuna Television

মার্কিন রাজনীতিবিদ জন ম্যাককেইন মারা গেছেন

সিনেটর ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন মারা গেছেন। স্থানীয় সময় শনিবার তিনি ৮১ বছর বয়সে মারা যান। এসময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। ২০১৭ সালের জুলাই মাসে মস্তিষ্ক টিউমার ধরা পড়ে ম্যাককেইনের। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন তার পরিবার।

এক টুইটার বার্তায় ম্যাককেইনের কন্যা মেগান বলেন, তার জীবনকাল এখন উদাহরণ। দিন এবং বছরগুলো আমার বাবার সঙ্গে যেভাবে কাটিয়েছিলাম সেভাবে আর কাটানো যাবে না।

ভিয়েতনাম যুদ্ধে জন ম্যাককেইন একজন যোদ্ধা পাইলট ছিলেন। ওই সময় তার বিমানে গুলি করা হয়েছিলো এবং তিনি যুদ্ধ বন্দী হিসেবে পাঁচ বছরেরও বেশি সময় কাটিয়েছিলেন। বন্দি থাকা অবস্থায় তাকে নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিলো।

জন ম্যাককেইন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন ট্রাম্প। তিনি বলেন, সিনেটর জন ম্যাককেইনের পরিবারের জন্য জানাচ্ছি গভীরতম সহানুভূতি ও সম্মান।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version