আফগান সরকারের চার শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

|

আফগানিস্তানে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীসহ পদত্যাগ করেছেন সরকারের চার শীর্ষ কর্মকর্তা। জানা গেছে, দেশটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায়, সরকারের নীতিমালা নিয়ে দ্বন্দ্বের জেরে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

স্থানীয় গণমাধ্যম জানায়, প্রথমে পদত্যাগ করেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমার। এর ধারাবাহিকতায় দায়িত্ব থেকে অব্যাহতির কথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের প্রধান।

অক্টোবরের পার্লামেন্ট নির্বাচন ঘিরে আফগানিস্তানে বেড়েছে তালেবানের তৎপরতা। চলতি বছর রাজধানী কাবুলসহ প্রায় সব শহরে গোষ্ঠীটির হামলায় প্রাণ গেছে কয়েকশ’ মানুষের। সরকার অস্ত্রবিরতির ঘোষণা দিলেও বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে তালেবান।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply