জার্মান শহর হামবুর্গে নির্মাণাধীন একটি ভবনে হওয়া বিস্ফোরণে ২ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জুন) হয় এ দুর্ঘটনা। খবর রয়টার্সের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পরপর দুটি জোরালো বিস্ফোরণ ঘটে ওই ভবনে। বহুদূর থেকে কালো ও ভারি ধোঁয়া দেখা যায়। ধারণা করা হচ্ছে, ছাদে রাখা গ্যাস সিলিন্ডার লিক থেকেই হয়েছে জোরালো এ বিস্ফোরণ।
ধ্বংসস্তূপের নিচে চালানো হচ্ছে তল্লাশি অভিযান। চারপাশের সব ঘরবাড়ির জানালা-দরজা বন্ধ রাখার তাগিদ দিয়েছে দেশটির জন সুরক্ষা বিভাগ। দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
এএআর/
Leave a reply