Site icon Jamuna Television

পিরোজপুরে ‌’বন্দুকযুদ্ধে’ নিহত ১

পিরোজপুরের ইন্দুরকানীতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত জাকির ডাকাত দলের সদস্য।

পুলিশের ভাষ্য, ভোররাতে জাকিরকে নিয়ে তার সহযোগীদের ধরতে পত্তাশী গ্রামে অভিযান চালানো হয়। বটতলা এলাকায় পৌঁছালে তার সহযোগীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পাল্টা গুলি চালানো হয়। দু’পক্ষের চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় জাকির।

এসময় ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, দেশিয় অস্ত্র ও ৩ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার হয় বলে দাবি করেছে পুলিশ। জাকিরের বিরুদ্ধে ১১ টি ডাকাতি মামলা রয়েছে।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version