বন্ড সুবিধায় গার্মেন্টস এক্সেসরিজ পণ্য আমদানি বন্ধের দাবি

|

দেশীয় শিল্পের সুরক্ষায় বন্ড সুবিধায় গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য আমদানি বন্ধের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় এক্সেসরিজ খাতের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম মোস্তফা সেলিম বলেন, বাজেটে গার্মেন্টস এক্সেসরিজ পণ্য রফতানিতে প্রণোদনার প্রস্তাব করায় বৈদেশিক আয় বাড়বে। এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং শিল্প সম্প্রসারণে তৈরি পোশাক খাতের মতোই বন্ড সুবিধা প্রয়োজন। ২০৪১ সালে মধ্যে ১০০ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্য অর্জনে এক্সেসরিজ শিল্পকেও গুরুত্ব দিতে হবে। উৎসে কর কমিয়ে দশমিক পাঁচ শতাংশ নির্ধারণ করা প্রয়োজন বলেও জানান বিজিএপিএমইএ নেতারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply